আমাদের মধ্যে অনেকেই মুভি কিংবা টিভি সিরিজ দেখি ইন্টারনেট থেকে ডাউনলোড করে। এক্ষেত্রে আমরা যে কমন সমস্যায় পড়ি তার মধ্যে অন্যতম হল ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় না এবং মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের যন্ত্রনায় ডাউনলোড লিঙ্ক কোনটা সেটাই বুঝা দুষ্কর হয়ে যায়।
এ সমস্যা থেকে মুক্তির জন্য আমার এই গুগল সার্চ ট্রিকটি ব্যাবহার করতে পারো, আশা করি কাজে আসবে
সো গুগলে গিয়ে নিচের মত করে লিখে সার্চ দিতে হবে কোটেশন মার্কটি ছাড়া
“index of / Titanic”
এখানে Titanic মুভির জায়গায় তুমি যে মুভি খুঁজছ তার সঠিক নামটি বসিয়ে দিবে। যদি কাঙ্ক্ষিত ফলাফল গুগলে না আসে তাহলে এর সাথে রিলিজের সাল যুক্ত করে দিবে। যেমনঃ
“index of / Titanic 1997”
আশা করি প্রথম যে ১০ টি রিসাল্ট আসবে গুগলে তার মধ্যে একটিতে পেয়ে যাবে ডিরেক্ট লিঙ্ক।
এবার আসি কীভাবে এই ট্রিকটিকে একটু ফিল্টার করা যায়। কারণ আমাদের অনেকেরই লিমিটেড ডাটা থাকে তাই একটা মুভির সাইজ যদি ১ জিবি হয় তাহলে সেটা অনেকের পক্ষেই ডাউনলোড করা সম্ভব না।
সাধারনত অনলাইনে তিন ধরণের স্কিন রেজুলেশেনের মুভি বেশি পাওয়া যায়। যেমন 480P, 720P ও 1080P।
এর মধ্যে 480P কে বলা যেতে পারে গরীব সাইজ, 720P কে মধ্যবিত্ত সাইজ ও 1080P কে বড়লোক সাইজ।
তাই তুমি যদি গরীব সাইজের লিঙ্কটি খুঁজে থাকো তাহলে তুমাকে গুগলে উপরের সার্চটি এইরকম ভাবে করতে হবেঃ
“index of / Titanic 1997 480P” অথবা “index of / Titanic 480P”
এই ফিল্টারটি এফেক্তিভ হবে ঐ নির্দিস্ট মুভির প্রাপ্যতার উপর। কারণ সব মুভি বিভিন্ন স্কিন রেজুলেশেনে পাওয়া নাও যেতে পারে।