প্রযুক্তির এই যুগে এখন অনেক পিতা-মাতাই তাদের শিশুর হাতে স্মার্টফোন, ট্যাব তুলে দেন। একজন প্রযুক্তিপ্রেমী হয়েও যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।
অনেকেই শুধু ফোন হাতে তুলে দেন না সাথে ইন্টারনেট চালু করে পুরো ইউটিউবটাই সন্তানের হাতে তুলে দেন।
যেহেতু ইউটিউব একটি সার্বজনীন ওয়েবসাইট তাই এখানে বিভিন্ন ধরণের মজার, শিক্ষণীয় ভিডিওর পাশাপাশি রয়েছে অনেক জাঙ্ক এবং এডাল্ট ভিডিও। একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি অবশ্যই চাইবেন না এই জাঙ্ক এবং এডাল্ট ভিডিওগুলো আপনার শিশুর চোখের সামনে পড়ুক।
তাই যদি বাধ্য হয়ে আপনার সান্তানের হাতে ইউটিউব তুলে দিতেই হয় তাহলে তা দেয়ার পুর্বে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
প্রথমে মোবাইলে থাকা ইউটিউব অ্যাপটি অপেন করুন
তারপর মেনু থেকে Setting এ যান এরপর General এ যান এবং সেখানে একদম নিচে গিয়ে Restricted Mode টি চালু করে দিন।
এর ফলে ইউটিউব সকল এডাল্ট কন্টেন্ট দেখানো বা সাজেস্ট করা থেকে বিরত থাকবে।
এছাড়াও ইউটিউবের একটি অফিসিয়াল অ্যাপ আছে ছোটদের জন্য যার নাম YouTube Kids যেটি যদিও আমাদের দেশের জন্য এখনো প্লেস্টোরে রিলিজ হয়নি তবে অন্য কোন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে।